মালদা

আম বাগানে গাছের পরিচর্চা করার সময় দুষ্কৃতিদের হাতে আক্রান্ত দম্পতি।

আম গাছের পরিচর্চা করার সময় দুষ্কৃতিদের হাতে আক্রান্ত দম্পতি। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার অন্তর্গত পাহাড়পুর গ্রামে। আহত দম্পতি বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। 
    স্থানীয় সূত্রে খবর মালদার রতুয়া থানার অন্তর্গত পাহাড়পুর গ্রামের বাসিন্দা সরিয়াত সেখ এদিন তার আম বাগানে গাছের পরিচর্চা করছিল। সেই সময় বাগানের পাশ দিয়ে যাওয়া একটি ভুটভুটির ধাক্কায় গাছের ক্ষতি হয়। এই নিয়ে সরিয়াত সেখের স্ত্রী পারুল বিবির সাথে বচসা শুরু হয় দুষ্কৃতিদের। বচসা চলাকালীন সরিয়াত সেখ তার প্রতিবাদ করাই ওই দুষ্কৃতিরা সরিয়াত সেখ ও পারুল বিবির ওপর চড়াও হয়। এবং তাদেরকে মারধর করে। ঘটনাটি জানাজানি হতে স্থানীয়রা ছুটে আসলে দুষ্কৃতিরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে রতুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ার করা হয়েছে।